14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর বিআরটিএ অফিসে গণশুনানী অনুষ্ঠিত

Biswajit Shil
December 10, 2019 11:49 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (১০-১২-২০১৯) মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর বিআরটিএ অফিসে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিআরটিএ অফিসের সামনে গণশুনানী অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বিআরটিএ অফিসের সেবা নিতে আসা জাকির হোসেন, আলাউদ্দিন,খায়রুজ্জামান,মোস্তাফিজুর রহমান,আওলাদ হোসেন, ইশতিয়াক, আবু সাঈদ, শফিকুল, আব্দুস সালাম, আব্দুস সাত্তার,আবু তালেব সহ মেহেরপুর শহর সহ জেলার বিভিন্ন গ্রাম থেকে বিআরটিএ-এর সেবা নিতে আসা মানুষজন অভিযোগ করে বক্তব্য রাখেন।

অভিযোগকরীরা গণশুনানীতে অভিযোগ করে বলেন, মেডিকেল সার্টিফিকেটর নামে অযথা হয়রানী,অযথা সময় বেশি নেওয়া,স্মার্ট কার্ড দেওয়ার নামে দীর্ঘদিন যাবৎ ঘোরানো সহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন।

এ সময় গণশুনানীতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, বিআরটিএর পরিদর্শক আতিয়ার রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে. এম আতাউল হাকিম লাল মিয়া প্রমূখ।

গণশুনানিতে জেলা প্রশাসক অভিযোগকারীদের অভিযোগ শোনার পর তিনি বলেন এখানে লোক বল কম রয়েছে আমরা বাইরের কোনো লোক এখানে রাখব না,অফিসের লোক দিয়ে পর্যায়ক্রমে কাজ চালানো হবে,এখানে কোন দালাল থাকতে পারবেনা। জেলা প্রশাসক আরও বলেন ঘুষ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা সব সময় কাজ করছি, এখনো করব ভবিষ্যতেও করে যাব।

http://www.anandalokfoundation.com/