14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর পৌরসভা নির্বাচনে বিএিনপি’র মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস, বিশেষ সভায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

admin
March 21, 2017 9:14 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (২০-০৩-১৭) : আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেহেরপুরে বিএিনপি’র মেয়র প্রার্থী হিসাবে জাহাঙ্গীর বিশ্বাসকে মনোনয়ন দেয়া হয়েছে ।

গতকাল সোমবার বিকালে মেহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে কুটুমবাড়ী কনভেনশন হলে মেহেরপুর জেলা বিএনপি’র নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিশষ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন-এর সঞ্চালনায় বিশেষ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনছারুল হক, হাফিজুর রহমান হাফি, শেখ সাঈদ আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ, মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ রুমা, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মারুফ আহম্মদ বিজন ও পৌর বিএনপির সভাপতি মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস। সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মনোনীত পৌর মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণের সিন্ধান্ত গৃহীত হয় এবং মেহেরপুর জণগনের ভোটের অধিকার আদায়ে ও পৌরবাসীর উন্নয়নের আকাংখা পূরণে আসন্ন নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীর বিশ্বাসকে সমর্থন দেওয়ার আহবান জানানো হয়।

http://www.anandalokfoundation.com/