আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের সাথে বিদায়ী মুখ্য সচিব মোঃ নাজিবু রহমান একান্তে সাক্ষাৎ করেন। এসময় বিদায়ী মুখ্য সচিব মোঃ নাজিবু রহমান বলেন দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর অবদান বলে শেষ করা যায়না। তিনি দেশকে আজ উওন্নত দেশের কাতারে নিয়ে এসেছেন দেশ আজ ক্ষুধা মুক্ত এবং সাবলম্বি। এসময় তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রসংসা করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী ও রাষ্টপতির দীর্ঘায়ু ও সুসাস্থ কামনা করেন।