14rh-year-thenewse
ঢাকা আজ শনিবার জুলাই 26, 2025
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে প্রবীণ সাংবাদিক শাহজাহান খানের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা 

Link Copied!

মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলার প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা বৃহস্পতিবার বিকেলে সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), মাদারীপুর রিপোটার্স ইউনিটি, নজরুল সংগীত শিল্পী পরিষদ, প্রফেসর নুরজাহান বেগম ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ গণশিল্পী সংস্থা, মাদারীপুরের আয়োজনে দোয়া মাহফিল ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি, খ্যাতিমান নাট্য শিল্পী, লেখক খায়রুল আলম সবুজ, নির্বাহী সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবলু, প্রফেসর নুরজাহান বেগম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. নুরজাহান বেগম, দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান, জেলা উদিচীর সাবেক সভাপতি খান মো: শহীদ, মাদারীপুর রিপোটার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাস, নজরুল সংগীত শিল্পী পরিষদের সভাপতি কে, এম, হাবিবুর রহমান, নাট্যজন ব্যক্তিত্ব আ.জ.ম কামাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাদারীপুরের সভাপতি আজমল হুদা ঢালী, জেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মনজুর হোসেন, মরহুম সাংবাদিক জনাব মো: শাহজাহান খান এঁর সহধর্মী আলিমুন নেসা এ সময় মঞ্চে  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী।
দোয়া মাহফিল ও স্মরণ সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুম সাংবাদিক মো. শাহজাহান খানের জীবনের বহুমাত্রিক গুনাবলী নিজ নিজ ভাষায় তুলে ধরেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয় পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সদস্য ও চাঁদমারী জামে মসজিদের ঈমাম মাওলানা ওবায়দুল্লাহ।
http://www.anandalokfoundation.com/