মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ মাদারীপুর শহরের আড়িয়াল খা নদের লঞ্চঘাট এলাকা থেকে রবিবার বিকেলে অজ্ঞাত পরিচয়ের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,আড়িয়াল খা নদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। তবে লাশটি পচে গলে যাওয়ায় পুরুষ না নারী তা বোঝা ও পরিচয় পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।