মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটরসাইকেল ও আনারস প্রতীকের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে।
বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে বালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একাধীক ককটেল বিস্ফোরণ করা হয়েছে । আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- ইদ্রিস হাওলাদার (৫৫), বাদশা হাওলাদার (৬৫), বাবুল হাওলাদার (৫০), শাহিন হাওলাদার(৪৫), চানমিয়া হালাদার(৬০) ইউনুস হাওলাদার (৫০) জামাল হাওলাদার(৪৫) বিল্লু সর্দার (১৬) ফেরদৌস মাতুব্বর(২২) বিউটি বেগম (৪৫) এর মধ্যে ককটেল বিস্ফোরণে আহতরা গুরুত্বর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , সকালে ভোট কেন্দ্রের বাহিরে আধিপত্য বিস্তার নিয়ে মোটরসাইকেল ও আনারস প্রতীকের দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায় -পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলে ১০ জনের মত আহত হয় এরমধ্যে তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে ভোট কেন্দ্র ভিতরে কোন সমস্যা হয়নি। ঘটনার সাথে সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান জানান, ভোট কেন্দ্রের বাহিরে সমর্থকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ৮ জনের মত আহত হয়েছে।