14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Biswajit Shil
November 25, 2019 2:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে মহেশপুর উপজেলার দত্তনগর এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার গভীররাতে দত্তনগর চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের আয়ুব আলী মন্ডলের আনোয়ার মন্ডল (২৩) ও আব্দুল মাজেদ সরকারের সুমন সরকার (২৭)।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দত্তনগর এলাকা দিয়ে ট্রাকযোগে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তারিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।

এসময় ট্রাক থেকে ১’শ ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে ওই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

http://www.anandalokfoundation.com/