ছাতক প্রতিনিধিঃ ছাতকের ইসলামপুর ইউনিয়নের শিলুয়া-পেকুয়া জলমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
সোমবার সকাল থেকে অভিযান পরিচালনা করে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের জাল জব্ধ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় জলমহালের কয়েকটি ঘেরও উত্তোলন করা হয়।
জলমহালে সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং অবৈধভাবে মৎস্য শিকার বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় থানা পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।