14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

আগৈলঝাড়ায় সরকারী আশ্রয়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথে বেড়া দিয়ে দিয়েছে স্থানীয়রা

আগৈলঝাড়ায় বর্ষা মৌসুমে শত বছরের নৌকার বিক্রির হাটে ক্রেতা-বিক্রেতায় জমজমাট

ই-রিকশা চালকদের লাইসেন্স এবং প্রশিক্ষণ প্রদানে রাষ্ট্রীয় স্বীকৃতির আইনগত ভিত্তি তৈরি হবে -ডিএনসিসি প্রশাসক 

স্বর্ণ, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্যসহ যশোর সীমান্তে ৪৯ জন চোরাকারবারী আটক

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

কোটালীপাড়ায়  শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা

সিলেটে জুলাই পদযাত্রা শুক্রবার, নেতাকর্মীদের ব্যাপক প্রচার ও প্রস্তুতি

আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা, নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান

Link Copied!

বেনাপোল রহমান চেম্বার এর ৭ম তলা সানরুফ ( হোটেল) চত্বরে শার্শা উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
বুধবার (১৬ জুলাই)  বেলা সাড়ে ৪ টার সময় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোস্তাফিজ্জোহা সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি। প্রধান অতিথি  বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন—
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারনসম্পাদক আবু তাহের ভারত,  পৌর যুবদল এর সদস্য সচিব রাহানুজ্জামান দিপু,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ বেনাপোল পৌর বিএনপির সদস্য সচিব ওমর ফারুক পৌর ছাত্র দলের আহবায়ক আরিফুর রহমান আরিফ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।
সভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের শৃঙ্খলা রক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
http://www.anandalokfoundation.com/