জন্মের সময় মানবশিশুর গড়পড়তা ওজন থাকে আড়াই থেকে চার কেজি। তবে রাশিয়ায় এক হাসপাতালের বেইসমেন্টে খুঁজে পাওয়া একটি বিড়াল খেয়ে খেয়ে এতটাই নাদুসনুদুস হয়েছে যে এটি এখন সদ্যোজাত মানবসন্তান তো বটেই, ওজনে তিন-চার বছর বয়সী শিশুদেরও টেক্কা দিতে পারবে। নাম তার ক্রুম্বস। বিড়ালটির ওজন ১৭ কেজি! সারা বিশ্বে এর আগে এমন ওজনদার বিড়ালের সন্ধান মেলেনি।
ধারণা করা হচ্ছে, আগের মালিক হাসপাতালটিতে ফেলে গিয়েছিলেন ত্রুম্বসকে। এরপর সেখানেই ঠাঁই হয় তার। গত সপ্তাহে হাসপাতালের বেইসমেন্ট থেকে পশুপ্রেমীরা ক্রুম্বসকে যখন উদ্ধার করেন তখন রীতিমতো চমকে যান তাঁরা। কারণ বাস্তবের এই গারফিল্ড খেয়েদেয়ে শরীরে এতটাই মেদ জমিয়েছে যে সে হাঁটতেই পারছিল না! আগের মালিক যখন ফেলে গিয়েছিলেন তখন অবশ্য এতটা নধরকান্তি ছিল না ক্রুম্বস।
মূলত হাসপাতালের কর্মীরা বিড়ালটির দেখাশোনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ায় এই হাল হয় তার। বিস্কুট, স্যুপ, মাংসসহ পুষ্টিকর খাবার খেয়ে ওজন বাড়তে থাকে ক্রুম্বসের। ওজন বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছায় যে হাঁটা দূরে থাক, সামান্য নড়াচড়া করতেই কষ্ট হচ্ছিল ক্রুম্বসের। এহেন দুর্দশা দেখে বিড়ালটিকে পার্ম শহরের ম্যাট্রোস্কিন শেল্টারে এক পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি পোস্টে পার্মের ম্যাট্রোস্কিন শেল্টার এটিকে একটি ‘অত্যন্ত বিরল ঘটনা’ আখ্যা দিয়ে বলেছে, কেউ বিড়ালটিকে এতটাই যত্ন করেছে যে নড়াচড়া বন্ধ না করা পর্যন্ত তাকে কেবল খাইয়েই গেছে। ক্রুম্বস বিশ্বের সবচেয়ে মোটা পাঁচটি বিড়ালের মধ্যে একটি হতে পারে বলে ওই পোস্টে দাবি করা হয়েছে। অবশ্য এখন আর গলা পর্যন্ত খাবার জুটছে না ক্রুম্বসের। আপাতত কঠোর ডায়েটে রাখা হয়েছে বিড়ালটিকে। শুধু তাই নয়, ওজন কমাতে হাঁটানো হচ্ছে ট্রেডমিলেও।