ক্রাইম রির্পোটার, আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে যুদ্ধ বিজয়ের ৩৪ বর্ষে এসে বাড়ি পেলেন মহান মুক্তিযুদ্ধে পা হারানো বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নায়েব সুবেদার নাজিম উদ্দিন (বীর বিক্রম)’র পরিবার। আর বাড়িটি নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মাণ করে দিলেন ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়ন।
বিজয় দিবসের প্রাক্কালে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাঃ বেলাতুনন্নেসার হাতে হস্তান্তর করেন বিজিবি উত্তর পশ্চিম রিজিওনের রিজিওন কমান্ডার (রংপুর) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহফুজুর রহমান, জি+। শহরের সত্যপীর এলাকার এই বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল লুৎফর কবির ভুঁইয়া, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তুষার ইফনুস, ১৮ পঞ্চগড় ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্নেল আরিফুল হক, ৫৬ নীলফামালী ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্নেল সারওয়ার হোসেন, ৩০ বিজিবি’র ইন্ট অফিসার মেজর তৌহিদ ও প্রস ক্লাব সভাপতি আবু তোরাব মানিক, আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও রোড প্রেস ক্লাবের সভাপতি মোঃ সৈয়দ আব্দুল করিম এবং চ্যানেল ৭ এর প্রতিনিধি অলক মহন্ত জয়, দৈনিক বজ্র শক্তি এবং সংবাদ কনিকার ক্রাইম রির্পোটার মোঃ আব্দুল আওয়াল প্রমুখ।
বিজিবি, বীর বিক্রমের পরিবার ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক তথ্যসূত্রে জানা যায়, ৭১ সালে তদানিন্তন পাকিস্তানি বাহিনী ইপিআর দিনাজপুর কুঠিবাড়িতে কর্মরত থাকাকালে তিনি পাকিস্তানী পক্ষ ত্যাগ করে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারীতে পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে পাক বাহিনীর গুলিতে তাঁর পা উড়ে যায়। সে অবস্থায়ই তিনি বীরত্বের সাতে ৩/৪ ঘন্টা যুদ্ধ চালিয়ে প্রায় আধা ঘন্টা ক্রলিং করে নিরাপদ স্থানে পৌছাতে সক্ষম হন। পরবর্তিতে ভারতের বারাকপুর হাসপাতালে কৃতিম পা সংযোজন করে তিনি ৭২ এর ফেব্র“য়ারীতে স্বাধীন দেশে ফিরে তদানিন্তন বিডিআরে যোগ দেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়।