সিলেটের গোয়াইনঘাটে বিজিবির অভিযানে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির একটি দল।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, চোরাচালান রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। তারই ধারাবাহিকতায় লামাপুঞ্জি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬৯০ টাকা।
তিনি আরও বলেন, জব্দ করা এসব পণ্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে।