14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি মেহেরপুর-এর উদ্দ্যোগে কায়দা ও আমপারা বিতরণ

admin
May 19, 2018 6:57 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (১৮-০৫-১৮)ঃ   মেহেরপুরে ফেসবুক সামাজিক গ্রুপ-“বাড়ি মেহেরপুর” এর উদ্দ্যোগে কায়দা ও আমপারা বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার রমজান মাসের ১ম দিন জুম্মার নামাজ পর কোরআন শিক্ষার ক্লাস শুরুর আগে “বাড়ি মেহেরপুর” এর কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কায়দা ও আমপারা বিতরণ করা হয়। কায়দা ও আমপারা বিতরণ করেন “বাড়ি মেহেরপুর” এর এডমিন এম এম কামরুজ্জামান সোহেল, মোডারেটর রাশেদুজ্জামান খান প্রদীপ ও “বাড়ি মেহেরপুর” এর অন্যতম সদস্য গোলাম কিবরিয়া। এ সময় “বাড়ি মেহেরপুর” এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/