14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের উপহার

Biswajit Shil
December 7, 2019 6:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোল,বেনাপোল(যশোর): বাংলাদেশ সেনাবাহীকে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ টি কুকুর হস্তান্তর করেছে ভারতীয় সেনাবাহীনি।
শনিবার(০৭ ডিসেম্বর) বিকালে  বেনাপোল চেকপোষ্ট দিয়ে এ প্রশিক্ষনপ্রাপ্ত কুকুরগুলো হস্তান্তরকরা  করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ভারতের কোলকাতা  ক্যান্টনমেন্টের কর্নেল কেশব জাদব। বাংলাদেশের পক্ষে ছিলেন,  যশোর ক্যান্টনমেন্টের কর্নেল আনোয়ার হোসেন,  লে: কর্নেল মিজানুর রহমান এবং ৪৯ বিজিবি এডি ফারুক হোসেন।
কর্নেল আনোয়ার হোসেন জানান,  ১০ টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের মিরাট ক্যান্টনমেন্ট থেকে তাদের  উপহার দিয়েছেন। প্রশিক্ষন প্রাপ্ত কুকুরগুলো  বিভিন্ন ক্যান্টনমেন্টে পাঠানো হবে।এসব প্রশিক্ষিত কুকুরগুলো দিয়ে মাদকদ্রব্য,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার কাজর ব্যবহার  করা হবে।
http://www.anandalokfoundation.com/