বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে চরম ভোগান্তির বিরুদ্ধে ত্রয়োদশ দিনের ন্যায় আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। একইসাথে তৃতীয়দিনের ন্যায় শনিবার (৯ আগস্ট) সড়ক ব্লকেড কর্মসূচি পালন শুরু করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে দিয়ে বøকেড কর্মসূচি শুরু করায় বরিশালের ছয় জেলার সাথে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন থেকে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারনে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া ১৩তম দিনেরমতো স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে অদ্যবর্ধি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ কিংবা আলোচনায় বসেননি। দ্রæত এই সমস্যার সমাধান না হলে বøকেড কর্মসূচি চলমান থাকবে বলেও আন্দোলনকারীরা হুঁশিয়ারী দিয়েছেন।
চলমান আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সর্বস্তরের জনসাধারণ ও কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন।