বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ স্বাধীন হবার পর অন্যান্য ক্ষেত্রের শহিদরা সরকারি আনুকূল্য পেলেও শ্রীশ্রী রমনা কালী মন্দিরের অভ্যন্তরে ও মন্দির প্রাঙ্গণে ১৯৭১ সালের ২৬ শে মার্চ কালো রাতে যারা আত্মহুতি দিয়েছিলেন, তাদের পরিবার-পরিজনও সুদীর্ঘ ৪৮ বছরেও পায়নি কোনো রাষ্ট্রীয় অনুকম্পা, রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় আনুকুল্য। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ পরিবারের উত্তরাধিকারদের প্রত্যেককে একটি করে প্রশংসাপত্র এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তৎকালীন ২,০০০ টাকার একটি চেক দিয়েছিলেন। বঙ্গবন্ধু যাদের আত্মদানকে স্বীকার করে নিয়েছিলেন তারই উত্তরসুরীরা এদের মানুষ বলেই মনে করেন না। এমন দাবী জানিয়েছেন শ্রীশ্রী রমনা কালী মন্দির শহীদ পরিবার কমিটি।
আজ ৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রীশ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম এর শহীদ পরিবার কমিটির উদ্যোগে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধনে এসব বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন- শংকর ঘোষ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রমনা কালী মন্দিরের হত্যাযজ্ঞের গণতদন্ত কমিশনের সদস্য সচিব শ্রীবাসুদেব ধর, বাংলাদেশ দেবত্তোর সম্পত্তি পুনরূদ্ধার ও সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. পিন্টু মিশ্র, শহীদ পরিবারের উপদেষ্টা তরুন তপন চক্রবর্তী,বাবু দুলাল সাহা, পুলক মল্লিক (অপু), উত্তম দাস, রাজুয়া পাশি ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক, বিপুল রায় তাঁর বক্তব্যে বলেন- ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী শক্তিতীর্থ রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম প্রায় পাঁচশতাধিক বছরের প্রাচীন এক সনাতনী ধর্মালয়। যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীরা শক্তিসাধনা ও জগতের হিত ও কল্যাণ কামনার্থে শ্রীশ্রী কালী মায়ের পুজা অর্চনা করেছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের সংঘটিত বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভক্ষণে ২৬ শে মার্চ রাতে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দ্দী উদ্যানের অভ্যন্তরে প্রায় ৫০০ বছরের প্রাচীন সনাতন ধর্মীয় তীর্থকেন্দ্র রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে বসবাসকারী সেবায়েত ও সেবকসহ ১০০টিরও বেশি পরিবারের সদস্যকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। আমি এসব বিদেহী আত্মার সুখময় পরলোক জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। পরবর্তীকালে এই হত্যাযজ্ঞ ও ধ্বংস বিষয়ে একটি গণতদন্ত কমিশন গঠন করা হয়, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি কে এম সোবহান।
এই কমিশনের অন্য সদস্যদের মধ্যে ছিলেন ড. মুনতাসীর মামুন, জনাব শাহরিয়ার কবির, শ্রীবাসুদেব ধর, শ্রীদ্বীপেন চ্যাটার্জ্জি ও শ্রীচন্দ্রনাথ পোদ্দার।
মন্দিরের প্রবেশপথে হত্যাযজ্ঞ ও ধ্বংসের শিকার এসব শহীদদের নামে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। বিষয়টি যে সরকারের গোচরীভূত ছিল এবং সরকার যে এ বিষয়ে সহমর্মী ছিলেন তার প্রকাশ হিসেবে ২০০১ সালের ২৭ শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ডা. এস.এ মালেক এই স্মৃতিফলকটি উন্মোচন করেন।
জানা যায়, ঐতিহাসিক রমনা কালীমন্দির ধ্বংস করার সময় যারা শহিদ হয়েছিলেন, তাদের সহায়-সম্বলহীন ও আশাহত পরিবারবর্গের মাথা গোজার ঠাঁই নেই। মহান স্বাধীনতার জন্য চরম আত্মত্যাগকারী এসব শহিদ পরিবারের প্রত্যেকেই বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
অথচ গণতদন্ত কমিশনের রিপোর্ট এদের শহিদ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের তদবির করেও কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। তবে বিগত প্রায় সব বছরেই বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি বেশ গুরুত্ব সহকারে প্রচার করে সরকারের অনুকম্পা প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ গত ২৫ শে মার্চ ২০১৮ সালে দৈনিক প্রথম আলো তে প্রকাশিত এক প্রতিবেদনে মাননীয় মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, তার বক্তব্যে বলেছেন যে, “রমনা কালীমন্দির ও আশ্রমে যারা নিহত হয়েছেন, তার গণশহিদ। তাদের পরিবারের স্বীকৃতি ও আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করলে আমরা বিষয়টি প্রক্রিয়ার মধ্যে নেবো। তারই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২০ শে মে ২০১৮ তারিখে আমরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে একটি আবেদন করি। কিন্তু তারও কোনো সারা পাওয়া যায়নি।
এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সাথে সাক্ষাত করার জন্য আবেদন করি, যা ২০শে নভেম্বর ২০১৯ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গৃহীত হয়। কিন্তু এই আবেদনের পরেও এ বিষয়ে এখন পর্যন্তও কোনো প্রকার দৃশ্যমান অগ্রগতি নেই। এমনিক মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ও গণবান্ধব বর্তমান সরকারের নতুন মেয়াদেও এই ব্যাপারে কোনো ধরনের সন্তোষজনক অগ্রগতি দেখা যাচ্ছে না।
তাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সবিনয় নিবেদন বর্তমান সরকারের এই মেয়াদেই নিম্নলিখিত দাবীগুলো পূরণ করে আমাদের চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।
আমাদের দাবীসমূহঃ ১। মহান মুক্তিযুদ্ধে রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের গণহত্যায় নিহত শহিদদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটে অন্তর্ভূক্তকরণ; ২। মহান মুক্তিযুদ্ধে রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের গণহত্যায় নিহত শহিদ পরিবারদের আর্থিক সহযোগিতা প্রদান; ৩। মহান মুক্তিযুদ্ধে রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের গণহত্যায় নিহত শহিদ পরিবারের পুনর্বাসনকরণ।