ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান (৪৫) নামে এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার জাহাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। তিনি পার্শ্ববর্তী সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ছিলেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি মধুখালীর লক্ষ্মীনারায়ণপুরে ফিরছিলেন ওবায়দুর রহমান। পথে জাহাপুর বাজার সংলগ্ন এলাকায় অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
যানবাহনটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।