14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর চিনিকলের ৪৪তম আখ মাড়াই শুরু

Biswajit Shil
December 7, 2019 3:03 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০১৯-২০২০ অর্থ বছরে মিলের ৪৪তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার  বিকেলে ক্যান ক্যারিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে ডোঙ্গায় আখ নিক্ষেপণের মাধ্যমে চলতি মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়। কারখানা প্রাঙ্গণে বিকাল সাড়ে চারটায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১ আসনের এমপি মো. মনজুর হোসেন বুলবুল ডোঙ্গায় আখ নিক্ষেপণের মাধ্যমে চলতি মাড়াই মৌসুম এর কার্যক্রম শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০১৯-২০২০ মাড়াই মৌসুমে ৭৭ কার্য দিবসে ৭৮ হাজার মেঃ টন আখ মাড়াই করে ৬ হাজার মেঃ টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭.৫ ভাগ।

গতবছর ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমে মিলটি ১০৩ কার্য দিবসে ১ লক্ষ ৮ হাজার ৪ শত ২৩ মেঃ টন আখ মাড়াই করে ৮ হাজার ১‘শত ৩১ মেঃ টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চিনি আহরণের হার ধরা হয়েছিল শতকরা ৭.৫ ভাগ।

কিন্ত মাত্র ৬৭ কার্য দিবসে ৬২ হাজার ৪‘শ ৬৩ মেট্রিক টন আখ মাড়াই করে মাত্র ৩হাজার ৪‘শ মেট্রিক টন চিনি উৎপাদন হয়। আর চিনি আহরণের হার ছিল শতকরা মাত্র ৫.৬০ ভাগ। মিলটি চলতি বছর ৫হাজার চাষীদের মাঝে আখ রোপনের জন্য ৪৮ কোটি ৯২ লক্ষ টাকা ঋণ প্রদান করেছেন।

http://www.anandalokfoundation.com/