জুনেল আহমদ আরিফ, দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ প্রগতি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে যুব সমাবেশ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার স্বণামধন্য প্রতিষ্ঠান প্রগতি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে যুব সমাবেশ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জনাব শাহ আলম এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সন্তুষ কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক হারুন অর রশিদ,মোহাম্মদ শাহাজাদা।
সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য হুসেন আলী, বিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ হুসেন মিনহাজ, আফজল হুসেন মুন্না, লায়েক আহমদ, যুব সংগঠক মোঃ শাহজাহান মিয়া, রায়হান আহমদ কয়েস, দুলাল উদ্দিন, শেখর খান, ফখরুল ইসলাম,রুমন আহমদ, টিপু মিয়া, মুহিবুর রহমান মুহিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন সচেতন অভিভাবক। আর এতে যুব সমাজের ভুমিকা অন্যতম।
এছাড়া সভায় আগামী ফেব্রুয়ারিতে বিশাল এক যুব সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত আসে।