পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে গত কয়েক মাস ধরেই। পেঁয়াজের মূল্য আপাতত ১০০ টাকার নিচে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে রংপুর নগরীর একটি হোটেলে ইটভাটা মালিকদের এক অনুষ্ঠানে এসে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে। তার আগে হয়তো সম্ভব হবে না।’
বাস্তবে আজ শুক্রবার রাজধানীর বাজার ঘুরে পেঁয়াজের দাম সামান্য কমার লক্ষণ দেখা গেছে। তবে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ক্রেতারা। ক্রেতাদের প্রতিকেজি পেঁয়াজ ক্রেতাদের কিনতে দেখা গেছে ১২০-১৩০ টাকা দামে। তবে গত কয়েকদিনে দেড়শ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘মিশর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা আসলেও দাম একটু কমতে পারে বলে মনে হয়।’ ‘ভারত থেকে আমরা মূলত পেঁয়াজ আমদানি করে থাকি। সেখানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত কোনও লাভ নেই।’
মিশর, তুরস্ক ও চীনের পেঁয়াজের দাম ৫৫-৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে শ্যামবাজার বণিক সমিতি। এছাড়া মিয়ানমারের পেঁয়াজ প্রতিকেজি ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। তবে এই মূল্য শুধু পাইকারি বাজারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সেখান থেকে কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রির সময় মূল্য যেন বেশি বেড়ে না যায় সেজন্য নজরদারি করবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
এদিকে, টিসিবি ট্রাকসেলে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি অব্যাহত রয়েছে। সরকারি বন্ধের দিন ছাড়া প্রতিদিন ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি ট্রাকসেলে অব্যাহত রয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রাকে করে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।