13yercelebration
ঢাকা

পাকিস্তানকে উড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে ভারতঃ পারভেজ মুশারফ

Rai Kishori
February 25, 2019 5:58 pm
Link Copied!

পাকিস্তান যদি ভারতে একটি পরমাণু বোমা ফেলে, তাহলে ভারত ২০টি পরমাণু বোমা ফেলে পাকিস্তানকে উড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে। বললেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান সাবেক রাষ্ট্রপতি পারভেজ মুশারফ।

পুলওয়ামা হামলার পর ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি ছিল, ভারত আক্রমণ করলে তার যোগ্য জবাব দেয়া হবে। ভারতের পক্ষ থেকেও পাকিস্তানের থেকে হিসেব বুঝে নেয়ার হুমকি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে চূড়ান্ত সংঘাতের পথে হাঁটবে কিনা, তা নিয়ে এখনও জোর আলোচনা চলছে।

একসময় ব্যাপক প্রভাবশালী সাবেক এই রাষ্ট্রপতি দুবাইয়ে সাংবাদিকদের প্রশ্নে এমনই জবাব দিয়েছেন। তার কথায়, ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। তবে কোনও পরমাণু যুদ্ধ দুই দেশের মধ্যে হবে না। কারণ আমরা যদি ভারতে একটা পরমাণু বোমা ফেলি, ওরা পাল্টা ২০টি বোমা ফেলে আমাদের শেষ করে দেবে। ফলে একমাত্র রাস্তা হচ্ছে প্রথমেই ভারতের উপরে ৫০টি পরমাণু বোমা ফেলা। যাতে ওদের আর ২০টি বোমা দিয়ে আঘাত করার অবস্থা না থাকে। কিন্তু ৫০টি বোমা নিয়ে আঘাত হানার জন্য আমরা কি প্রস্তুত?

নিজের দেশের সামরিক শক্তি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল পারভেজ মুশাররফ। এই মুহূর্তে তিনি স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। তবে মুশাররফ আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ আগের তুলনায় ভালো হওয়ায় এবার তিনি হয়তো দেশে ফিরতে পারবেন।

http://www.anandalokfoundation.com/