পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিচারক ও আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় বাড়তি পুুলিশ মোতায়েন করার কথা জানিয়েছে থানার ওসি মারুফ আহম্মদ। একই সাথে পুলিশের টহল বৃদ্ধি, নজরদারী বৃদ্ধি, নিখোঁজদের সন্ধান, চেক পোষ্ট বসানো, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন থানা পুলিশ।
উল্লেখ্য গত ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর সারা দেশের ন্যায় জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলায় সাধারণ মানুষদের মধ্যে কিছুটা হলেও ভীতির সৃষ্টি হয়। যদিও এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি। ইতোমধ্যে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষথেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচী অব্যাহত থাকার পাশাপাশি থানা পুলিশের পক্ষথেকে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সকাল থেকে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক, বিচারকের বাসভবন ও আদালত এলাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। দেশের সার্বিক আইন শৃংখলার কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।