পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক প্রণব বিশ্বাস। পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক ক্যাটাগরীতে প্রণব বিশ্বাস শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
উল্লেখ্য প্রণব বিশ্বাস যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরিঘোনা গ্রামের নির্মল কুমার বিশ্বাস ও স্নেহলতা বিশ্বাসের ছেলে। তিনি ১৯৯৭ সালে প্রথম বিভাগে এসএসসি, ১৯৯৯ সালে প্রথম বিভাগে এইচএসসি, ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও ২০০৫ সালে একই বিভাগ থেকে এমএ, এবং ২০১১ সালে খুলনা টিটি কলেজ থেকে বিএড পাশ করেন। ২০০৯ সালের ১ মার্চ তিনি ইংরেজি শিক্ষক হিসাবে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।