স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে রাজধানীর বনানীতে ২০নং ওয়ার্ড কাউন্সিলর এর আয়োজনে ভার্চুয়াল দৃশ্যমান এর আয়োজন করা হয়।
শনিবার (২৫ জুন) সকাল ১০টায় বনানীর মহাখালী ওয়ারলেস গেইটে আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখার ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসি’র ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছির, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শহর আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ মুন্না দর্জী, বনানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ২০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুনায়েদ মনিরসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনে দোয়া ও মোনাজাত করা হয়। কেক কাটা হয় এবং উপস্থিত সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়।
ভার্চুয়ালে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০.৩৮ মিনিটে বক্তব্য শুরু করে ১১.২২ মিনিটে শেষ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণের ইতিহাস তুলে ধরেন