পঞ্চগড়ের বোদা উপজেলায় পতিতাবৃত্তি কর্মকান্ড করাকালে স্থানীয় লোকজন নারী শিশুসহ ৬ জনকে উত্তেজিত জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রাম এলাকার মৃত ভাদশ্বর রায়ের ছেলে দুলাল রায় (৬৫) দুলাল রায়ের স্ত্রী বাসন্তী রানী(৬০), দুলাল রায়ের ছেলে ভাগ্য রায়(২৩) ও সাগর রায় (২১), দুলাল রায়ের মা বাসন্তী রানী, খদ্দের উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া এলাকার মো. ইব্রাহিম ইসলাম ছেলে মো. রাজিব ইসলাম হৃদয় ওরফে রায়হান(২৮) ও পতিতাবৃত্তি কাজে জড়িত সাকোয়া ইউনিয়নের রামপ্রসাদ কার্জিপাড়া এলাকার মো. আব্দুর বাছেদের মেয়ে মোছাঃ আলিফা আক্তার (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। শনিবার রাতে দুলালের বাড়িতে পতিতা ও খদ্দেরের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘেরাও করে। এসময় দুলাল রায়ের বাড়ীতে পতিতাবৃত্তি কর্মকান্ড করাকালে স্থানীয় লোকজন উক্ত বাড়ির মালিকসহ তার স্ত্রী ও ছেলে এবং পতিতাবৃত্তি কার্যকলাপের সহিত জড়িত একজন খদ্দের ও শিশু পতিতাকে আটকে রাখে। পরে পুলিশ খবর পেয়ে বোদা থানায় কর্মরত পিএসআই বিধান চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতার সহায়তায় তাদের কে আটক করে থানায় নিয়ে আসে।
পরে পতিতাবৃত্তি কাজে নিয়োজিত মোছা. আলিফা আক্তার (১৪) শিশু হওয়ায় তাকে উপজেলা প্রবেশন অফিসারের মাধ্যমে তার পিতার নিকট জিম্মায় প্রদান করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বিষয় টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার প্রেক্ষিতে পিএসআই বিধান চন্দ্র রায় বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ১২(১)/১৩ ধারায় মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।