পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক অটোরিকশ চালককে আটক করেছে পুলিশ। পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
বুধবার (১২ মার্চ) রাতে পরীক্ষা-নিরীক্ষা জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে সৌরভের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। বুধবার রাতেই শরিফুল ইসলাম সৌরভকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
অভিযুক্ত সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকা বাসিন্দা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তাকে আদালতে তোলার পরে শুনানী শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত ১ এর বিচারক জাহিদ হাসান তাকে জেলহাজতে প্রেরণ করেন। পরে তাকে পুলিশ ও সেনাবাহিনীর টহলের মাধ্যমে জেলহাজতে পৌছানো হয়। এর আগে সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে মেয়েকে দেখতে পান।
পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত সৌরভ শিশুটির বাবাকে মারধরও করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, অভিযুক্ত রিকশাচালক সৌরভ একজন মাদকাসক্ত। ৫ বছর আগে তার বিবাহ বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এরপর নিজ বাড়িতে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশীরা সালিশ বৈঠক করছেন বলেও জানা গেছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল কাদির সময় সংবাদকে বলেন, ‘প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা পর সঠিকভাবে বলা যাবে।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেফতার করেছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।