সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাজ- সজ্জা,প্যান্ডেল,তোরণ সহ নানান আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজা একটি বৃহত ধর্মীয় উৎসব। সরস্বতী পূজাকে কেন্দ্র করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাধারণত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ বছর রোববার ও সোমবার পঞ্চমী তিথি থাকায় দুই দিনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু শাস্ত্রের মতে সরস্বতী হল বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, সঙ্গীতের দেবী। এ জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করা হয়ে থাকে। এছাড়া ব্যক্তি ও পারিবারিকভাবে সরস্বতী পূজা করা হয়। এই পূজার দিনে শিশুদের শিক্ষা জীবন শুরুর জন্য হাতে খড়িও দেওয়া হয়। শিক্ষার্থীরা পূজা শুরুর সময়ে তাদের পাঠ্য বই প্রতিমার পাশে রেখে থাকেন।
শ্যামনগর উপজেলার বারটি ইউনিয়নে দুই দিনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বড় আকারে তোরণ,প্যান্ডেল ও সাজ সজ্জা সহকারে পূজা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, শ্যামনগর আতারজান মহিলা মহাবিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়, আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়, ধানখালী, নওয়াবেঁকী সহ অন্যান্য স্থানে ।
শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে শিক্ষার্থীদের কারণে উৎসব মুখর পরিবেশ ছিল। ভক্তরা পূজায় অঞ্জলী দিয়ে প্রার্থনা করেন এর পর পূজা শেষে প্রসাদ গ্রহণ করেন। সব মিলিয়ে দুই দিনে পঞ্চমী তিথি থাকায় পূজার আয়োজন ছিল উৎসব মুখর।