14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

আগৈলঝাড়ায় বর্ষা মৌসুমে শত বছরের নৌকার বিক্রির হাটে ক্রেতা-বিক্রেতায় জমজমাট

ই-রিকশা চালকদের লাইসেন্স এবং প্রশিক্ষণ প্রদানে রাষ্ট্রীয় স্বীকৃতির আইনগত ভিত্তি তৈরি হবে -ডিএনসিসি প্রশাসক 

স্বর্ণ, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্যসহ যশোর সীমান্তে ৪৯ জন চোরাকারবারী আটক

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

কোটালীপাড়ায়  শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা

সিলেটে জুলাই পদযাত্রা শুক্রবার, নেতাকর্মীদের ব্যাপক প্রচার ও প্রস্তুতি

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের ৫ ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আজকের সর্বশেষ সবখবর

নাটোরের সিংড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

Link Copied!

নাটোর জেলার সিংড়া উপজেলায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

আজ সোমবার বিকেল পাঁচটায় উপজেলার শেরকোলে নির্মাণ কাজের নাম ফলক উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহর ও গ্রামের ব্যবধান ঘুচাতে ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন করছেন। এর ফলে শহরের সকল সুবিধা গ্রামে বসে পাওয়া যাচ্ছে। দেশের সকল উপজেলায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে। এসব ষ্টেডিয়ামে খেলাধূলায় অংশগ্রহন করে মানুষের শারিরিক ও মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব হবে।

আগামী ৫ আগস্ট দেশে প্রথমবারের মত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রবর্তন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষার পর্যায় ভেদে এই বৃত্তির পরিমাণ হবে মাসিক এক থেকে ২ হাজার টাকা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, চলনবিল অধ্যুষিত সিংড়াকে একটি মানবিক জনপদ হিসেবে তৈরী করা হচ্ছে। আধুনিক সকল সুবিধা এই জনপদে নিশ্চিত করা হচ্ছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক নিঙ্গুইন উচ্চ বিদ্যালয় মাঠে চলনবিল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এর আগে ফয়েজ উদ্দিন আহমেদ্ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। রাতে সিংড়া কোর্ট মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যুব সমাবেশে যোগ দেবেন। এই সমাবেশে উপজেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হবে।

http://www.anandalokfoundation.com/