নাটোরের একটি চাউল মিলে একমাসে বিদ্যুৎ বিল ইস্যু করা হয়েছে এক কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগন্জ বাজারে জালাল উদ্দীন রাইচ মিলের গত আগস্ট মাসের বিলে উক্ত পরিমান টাকার বিল কপি ধার্য করে বিদ্যুৎ অফিস। আর ২৪ সেপ্টেম্বরের মধ্যে মিল মালিককে সমুদয় বিলের টাকা পরিশোধ করার তাগিদ দেয়া হয়েছিল।
মিল মালিক বলেন, গড়ে তার রাইচ মিলের প্রতিমাসে বিল আসে ১২ থেকে ১৫ হাজার টাকা । কিন্তু গত আগষ্ট মাসের এই ভূতুড়ে সীমাহীন বিল দেখে মিল মালিক জালাল উদ্দীন রীতিমতো হতাশ হয়ে পড়েন। বিল হাতে তিনি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ফুলবাগান অফিসে ছুটে যান। এবং বিলিং সহকারীদের কাছে অভিযোগ জানালে তারা এর সমাধান না করে উল্টো তার সাথে খারাপ ব্যবহার করেন।
এ বিষয়টি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর মহাব্যবস্থাপক ফকরুল আলমের নজরে এলে তিনি জানান, জালাল উদ্দীন রাইচ মিলের গত আগস্ট মাসের মিটার রিডিং ছিল ১৪৪.৮৬ ইউনিট। কিন্তু কম্পিউটার অপারেটর ভুলবশত দশমিকের জায়গায় (০) শূণ্য বসিয়েছে। এ কারণে রিডিং চলে আসে ১৪৪০৮৬ ইউনিট।
যার বর্তমান মূল্য ও ভ্যাট যোগ করলে বিল আসে ১ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা। এটা একটা অসাবধানতাবশত ভূল। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে এবং দ্বায়িত্ব জ্ঞানহীনতা কর্মকাণ্ড করার জন্য কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে এই ঘটনায় জালাল উদ্দীন রাইচ মিল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।