ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটি গঠন করা হয়েছে।বরিশাল বিভাগের ডি আই জি শফিকুল ইসলাম বি পি এম এর উদ্যোগে নলছিটি থানার আয়োজনে বৃহস্পতিবার সকালে নলছিটি ডিগ্রি কলেজের হল রুমে স্কুল ও কলেজ থেকে মাদক ও ইভটিজিং দূর করার লক্ষে এক বছর মেয়াদে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
নলছিটি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুল আলম বাহার খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী পুলিশ সুপার ইমরান আহমেদ , আরও বক্তব্য রাখেন নলছিটি থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সি তদন্ত আবদুল হালিম তালুকদার ,কলেজের ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী ,এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক জিয়া হায়দার, শরীর চর্চা শিক্ষক মোঃ জামাল হোসেন ,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী তালুকদার ,সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ ।
এরপর একই দিনে বেলা ১২ টায় নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দের সভাপতিতে¦ ঐ বিদ্যালয় এন্ড কলেজের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটি গঠন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলছিটি থানা অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ সবশেষে দ¦াদশ শ্রেনীর সাবিনা ইয়াসমিনকে সভাপতি ও নবম শ্রেনীর সুমাইয়া ফাতেমাকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।