14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় ইউনিয়ন আ’লীগ সভাপতির মৃত্যুতে সংসদ উপনেতার শোক

admin
January 2, 2019 6:36 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিহী ………রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন । বুধবার ভোর রাত ৪টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, ফরিদপুর- ২ আসনের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

এছাড়াও সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনসমূহ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । মহুমের নামাজে জানাজা বুধবার বাদ আছর ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

http://www.anandalokfoundation.com/