ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সুদমুক্ত ঋণ বিতরণ করা হযেছে।
ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী।
এ সময় উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার সিনিয়র সাংবাদিক ও ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সাংবাদিক হারুন আল রশীদ, সঞ্চালক উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, ফিল্ড সুপারভাইজার রফিকুল ইসলাম, মডেল প্রেস ক্লাব সভাপতি অরিন্দম মাহমুদ, সম্পাদক রেজুয়ান আলম প্রমুখসহ পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৩ জনের মাঝে ৪ লাখ ১৭ হাজার টাকার সুদমুক্ত ঋণ বিতরণও করা হয়।