14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি করায় ১০০০ অফিসারকে অবসর দিলো উত্তরপ্রদেশ সরকার

Biswajit Shil
November 26, 2019 8:34 am
Link Copied!

ভারতের উত্তরপ্রদেশের যোগী সরকার রাজ্যকে নতুন রূপ দেওয়ার উপর কাজ করছে। দুর্নীতি করায় জোরপূর্বক এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে অবসর দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্নীতির বিরুদ্ধে এমন বড় পদক্ষেপ আগেও নেয়া হয়েছিল আদিত্যনাথের রাজ্জ্যে। এর আগে ৭ জন দুর্নীতিবাজ পিপিএস (PPS) অফিসারকে জোর করে অবসর করানো হয়েছিল।

এ ছাড়া আরও দুর্নীতিবাজ কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে খবর রয়েছে। তালিকায় থাকা সকলকে জোর পূর্বক অবসর করানো হবে বলে জানা গেছে।  সমস্ত প্রান্তের জনগণ যাতে একসাথে উন্নয়নের মুখ দেখতে পারে তার উপর কাজ চলছে। ঠিকমতো হিসেব করলে দেখা যাবে ভারতে সবথেকে বেশি নির্মাণের কাজ উত্তরপ্রদেশে চলছে।

ডিএইচএফএল কেলেঙ্কারী ও হোম গার্ড কেলেঙ্কারী প্রকাশের পর সরকার একশন মুডে এসেছে। সরকার খুঁজে খুঁজে দুর্নীতিগ্রস্থ অফিসারদের তালিকা তৈরি করছে এবং তাদের অবসর দিচ্ছে। ডিএইচএফএল দুর্নীতির পর বিরোধীরা প্রশ্নঃ তুলেছিল যে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স এখন কোথায়।

যে জেলাগুলিতে এই কেলেঙ্কারী হয়েছিল সেগুলির মধ্যে রয়েছে ফয়েজাবাদ, ইটাওয়াহ, গোরক্ষপুর, বেরিলি, বড়বাঙ্কি, আগ্রা, লখনউ, মথুরা, গাজীপুর, উন্নাও এবং সোনভদ্র। বর্তমানে সরকার বিষয়টি নিয়ে ভিজিলেন্স তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে জালিয়াতি, লুট, আত্মসাৎ, ফৌজদারি ষড়যন্ত্র ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি সরকার ৬ টি শহরে মেট্রো চালানোর ঘোষণাও করে দিয়েছে। এমন দুর্নীতি হলে বিকাশের গতি কমে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই যোগী আদিত্যনাথের সরকার দুর্নীতির উপর জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।

http://www.anandalokfoundation.com/