দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান: “সকল নারীই কর্মজীবী নারী” এই শ্লোগানকে সামনে রেখে ১১ ডিসেম্বর বুধবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জহাট গ্রামে গ্রামীণ নারীদের নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে “নারী ও শিশু’র প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে জোট বাঁধো, তৈরী হও” শীর্ষক গ্রামীণ নারী সমাবেশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে কর্মজীবী নারী দিনাজপুরের আহবায়ক মৌসুমী ফেরদৌসী বলেন, দেশ স্বাধীনতার ৪৮ বছরে কন্যা ও নারী শিক্ষার প্রসার ঘটেছে, মাতৃমৃত্যুর হার কমেছে, নারীদের কাজের তৈরীতে অসাধারণ অগ্রগতি সাধিত হয়েছে।
এতো অর্জন সর্তেও বাংলাদেশে নারীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে এবং তাদের পুরুষের অধঃস্তন পর্যায়ে রাখা হয়েছে। যার ফলে নারী ও কন্যা শিশুরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে। এমনকি মৃত্যুবরণ করছে প্রতিনিয়ত। এর জন্য নারীদের সচেতন এবং তাদের মানবাধিকার সমন্ধে স্বোচ্চার হতে হবে। সভায় আলোচনা করেন সাবেক সহ-সভাপতি বিলকিস আরা, সাবেক সাধারন সম্পাদক হাশমাতুন নাহার শুভ্রা, গ্রামীণ নারীনেত্রী নিয়তি বালা মহন্ত। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কর্মজীবী নারী নেত্রী এলমা লতিফ শিল্পী।