ডাসার প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে চাঁদের আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বাৎসরিক পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জানুয়ারি (শনিবার) বেলা ১১ টার দিকে ডাসার চাঁদের আলো কো-অপারেটিভ ক্রেডিটের লিঃ কার্যালয়ের সামনে এ পুরস্কার বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তেরোশো সদস্যের মাঝে বেড সিট বিতরণ করেন।
এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: আরিফ হাসান, ডিরেক্টর কাল্ ব গ অঞ্চল। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্থাপক মো: নাসির উদ্দিন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, অঞ্জনা বেপারী, সভাপতি চাদেঁর আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ম্যানেজার সৈয়দ আজিম উদ্দিন, কেশিয়ার জুলহাস সরদার ও সংস্থাটির অন্যন্য মহিলা নেতৃবৃন্দ।