রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হলেও বিভিন্ন সংকটে রয়েছে এখানকার স্বাস্থ্য সেবা কার্যক্রম। অবকাঠামোসহ অন্যান্য কার্যক্রম সেভাবে সম্প্রসারিত না হওয়ায় আশানুরুপ স্বাস্থ্য সেবা পাচ্ছে না এখানকার মানুষ। এমবিবিএস ডাক্তারের ১০ টি পদ থাকলেও দীর্ঘদিন শূণ্য থেকেছে পদগুলো।
ডাক্তারদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা না থাকায় অনেক ডাক্তার এখানে যোগদান করলেও অল্প সময়ের মধ্যে বদলী নিয়ে চলে যান। এখানে রয়েছে ৬ ব্লক বিশিষ্ট অতি পুরাতন একটি ডক্টর্স কোয়ার্টার। যেটি এখন ভগ্নপ্রায়। এ কারণে ঝুঁকি নিয়ে কোন ডাক্তার এখানে থাকেন না।
ফলে বছরের পর বছর এটি ফাঁকা পড়ে আছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে। অনেক স্থানে পলেস্তারা খসে পড়ে ছাদের রড বের হয়েছে। ওয়ালগুলোতে ফাটল ধরেছে। ওয়ালে ধরেছে শ্যাওলা, জন্মেছে বট গাছ। যেকোন সময় ভবনটি ধ্বসে পড়ে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
ডিসেম্বরের ২য় সপ্তাহে এখানে ৮ জন ডাক্তার যোগদান করলেও ইতোমধ্যে ১ জন বদলী নিয়ে চলে গেছেন বলে জানা যায়। আবাসনের ব্যবস্থা না থাকায় থাকার জন্য ডাক্তারদের খুঁজতে হচ্ছে বিকল্প জায়গা। তাই অস্বস্তিতে আছেন তারা।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজু মিয়া জানান, ডক্টর্স কোয়ার্টারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন এটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ভবণটিকে পরিত্যাক্ত ঘোষণা করে নতুন ডক্টর্স কোয়ার্টার নির্মাণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।