13yercelebration
ঢাকা

সিলেটে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Link Copied!

সিলেটে জুলাই বিপ্লবে নিহত ৩৬ জনের মধ্যে ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, বাকি ১২ জনের তথ্য আরও স্বচ্ছভাবে যাচাই-বাছাই করে ক্রমান্বয়ে তাদেরও সহায়তা প্রদান করা হবে।
সারজিস আলম বলেন, এই তালিকা থেকে যারা বাদ যাবে তাদেরকেও যাচাই বাছাই করে সহায়তা প্রদান করা হবে। এখন পর্যন্ত সারা দেশ থেকে ১৬০০ জনের তালিকা পাওয়া গেছে, যার মধ্যে যাচাই-বাছাই শেষে প্রকৃত শহীদ পরিবারের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। শহীদ পরিবারের পাশে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে সবসময় থাকবে বলে তিনি জানান ।
আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে সমন্বয়করা ছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সিলেটে জুলাই বিপ্লবে আহত এবং নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
http://www.anandalokfoundation.com/