২০২৪ সালের ১৭ জুলাই কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশালের রাজপথে ওইদিন পুলিশের গুলিতে গুরুতর আহত হন বরিশাল মহানগর বিএনপির ২৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরুজ শিকদার কালু। আজও তার শরীরে রয়ে গেছে পুলিশের ছোড়া বুলেট। অর্থাভাবে চিকিৎসা না হওয়ায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সুরুজ শিকদার কালু।
সুস্থ হয়নি কালু \ ছাত্র-জনতার সেই আন্দোলনের একবছর অতিবাহিত হয়ে গেলেও আজো সুস্থ হয়ে উঠতে পারেননি কালু। শরীরে গুলি নিয়ে এখনও যন্ত্রণায় কাতড়াচ্ছেন তিনি। সর্বশেষ বরিশালের একটি বেসরকারি হাসপাতালে তার পা ও হাত থেকে অস্ত্রোপাচারের মাধ্যমে ছয়টি বুলেট অপসারণ করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার গলার ভিতরে এবং মাথায় যে গুলি রয়েছে তা অত্যন্ত জটিল এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। উন্নত চিকিৎসা ছাড়া তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম।
চিকিৎসার ব্যয় বহনে অক্ষম পরিবার \ গুলিবিদ্ধ হওয়ার পর থেকে কালুর চিকিৎসা ও পরিবারের খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পরেছেন তার পরিবার। সুরুজ সিকদার কালু বলেন, আগে আমি উপার্জন করে পরিবার চালাতাম। এখন বিছানায় শুয়ে থাকি, ছেলে-মেয়ের মুখে দুইমুঠো খাবার তুলে দিতে পারি না। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছেনা।
ত্যাগের পরও নেই স্বীকৃতি \ সবার বিস্ময় ও ক্ষোভের বিষয় হলো, এই বিপ্লবী কর্মীর নাম ‘জুলাই যোদ্ধা’র তালিকায় নেই। ছাত্র-জনতার আন্দোলনে নিজের জীবন বাজি রেখে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশের গুলিতে গুরুত্বর আহত হওয়ার পরেও সরকারি কোনো সহায়তা মেলেনি কালুর ভাগ্যে। বরং আহত হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে হাসপাতালে অভিযান চালিয়েছিলো।
স্থানীয়দের ক্ষোভ \ বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা প্রশ্ন তুলে বলেন, আন্দোলনের সময় আমরা যারা রাজপথে ছিলাম, আজ তারা কোথায়? আন্দোলনের প্রকৃত যোদ্ধাদের বাদ দিয়ে তালিকায় স্থান পেয়েছে অনেক অনুপস্থিত ব্যক্তির নাম। তারা সুরুজ শিকদার কালুর নাম ‘জুলাই যোদ্ধা’র তালিকায় অন্তর্ভুক্ত করে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন।
চরম হতাশা \ বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, জুলাই আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছেন, যারা জীবন দিয়ে রাজপথে ছিলেন, তাদের অনেকেরই নাম জুলাই যোদ্ধার তালিকায় নেই। তালিকা তৈরিতে স্বজনপ্রীতি ও কারচুপি হয়েছে। তিনি আরও বলেন, আমি নিজেও আহত হয়েছি কিন্তু আমার নামও তালিকায় আসেনি।
কালুর আর্তনাদ \ সুরুজ শিকদার কালু বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর অনেকেই সহায়তা করার প্রতিশ্রæতি দিয়েছিলেন কিন্তু পরে আর কেউ খোঁজ নেয়নি। রাষ্ট্র ও দলীয় নেতৃবৃন্দের কাছে আবেদন করে কালু বলেন, অর্থাভাবে আমি উন্নত চিকিৎসা করাতে পারছিনা, পরিবারের অবস্থা খুবই করুন। ঘটনার একবছর কেটে গেলেও এখনও ‘জুলাই যোদ্ধা’র হিসেবে স্বীকৃতি মেলেনি। অথচ যারা আন্দোলনে ছিলোনা, তাদের অনেকেই স্বীকৃতি, সম্মান ও সুযোগ দেওয়া হয়েছে।
যা বলেছেন চিকিৎসক \ বরিশাল জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. খালিদ মাহমুদ বলেন, সুরুজ শিকদার কালুর শরীরের বিপজ্জনকস্থানে এখনও গুলি রয়েছে। তার অবস্থা অনেকটা গুরুতর। জরুরি ভিত্তিত্বে তাকে উন্নত চিকিৎসা করানো না হলে বড়ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রশাসনের বক্তব্য \ জুলাই যোদ্ধা তালিকায় সুরুজ শিকদার কালুর নাম না থাকা নিয়ে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, প্রথম ধাপে ৩৮৯ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। দ্বিতীয়ধাপে আরও ৬০ জনের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কালুর আবেদন নির্ধারিত সময়ের পরে আসায় এমআইএস-এ আপলোড করা যায়নি। জেলা প্রশাসক বলেন, মন্ত্রণালয় থেকে সুরুজ শিকদার কালুর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে শতভাগ বিশ্বাস করছি।