14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পরিবেশ পদক পেল বুয়েট

Link Copied!

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক ২০২০ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

রোববার (৫ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই পদক দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুরস্কার নেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। এ সময় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত ইসলাম উপস্থিত ছিলেন।

‘পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি’ ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে জাতীয় পরিবেশ পদক ২০২০ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এ সম্পর্কিত গেজেট রাষ্ট্রপতির আদেশক্রমে ও উপসচিব ড. মো. মনসুর আলম স্বাক্ষরিত পাশ হয় ২৫ মে ২০২১।

http://www.anandalokfoundation.com/