গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জেরধরে বরিশাল জেলার গৌরনদীতে মোসা-মরিয়ম বেগম নামের এক গৃহবধু তার স্বামীর সহয়তায় ৭ম শ্রেনীতে পড়–য়া নিজের কিশোর ছেলেকে রাজধানী ঢাকায় লুকিয়ে রেখে প্রতিপক্ষের বিরুদ্ধে অপহরন ও গুমের মামলা করেছিলেন আদালতে। ওই মামলায় হাজত বাসসহ নানা হয়রানী ও নির্যাতনের শিকার হয়ে অবশেষে ভিকটীমের স্বজনদেরকে উৎকোচ প্রদানের মাধ্যমে ঘটনার ৯ বছর পর ভিকটীমকে খুজে বের করলেন আসামীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের মোসা-মরিয়ম বেগম নামের এক গৃহবধু তার স্বামী মোঃ জালাল মৃধার সহয়তায় নিজের ৭ম শ্রেনীতে পড়–য়া কিশোর ছেলেকে রাজধানী ঢাকায় লুকিয়ে রেখে ২০১২ সালের ১৪ই মে প্রতিপক্ষ এস. রহমান মৃধা ও তার নাবালক দুই ছেলেসহ এলাকার ১৪ জন প্রতিপক্ষের বিরুদ্ধে বরিশালের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি অপহরন ও গুমের মামলা করেন। মামলার আবেদনে উল্লেখ করা হয় পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষ আসামীরা ওই বছরের ৩রা এপ্রিল সন্ধা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তার ছেলে নলচিড়া শিববাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র মোঃ রাসেল মৃধা (১৪) মারধর করে অপহরণ করে নিয়ে গেছে। ওই মামলার ১৪জন আসামীর মধ্যে ১২জন বিগত প্রায় ৯ বছর ধরে হাজত বাসসহ নানা হয়রানী নির্যাতনের শিকার হন। একজন আতœপোপনে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একজন পালাতকসহ বাকী সবাই বর্তমানে জামিনে আছেন।
এস. রহমান মৃধার স্ত্রী তাসলিমা বেগম জানান, মামলায় হাজত বাসসহ নানা হয়রানী ও নির্যাতনের শিকার হয়ে আমাদের পরিবারটি সর্বশান্ত হয়ে গিয়েছিল। তিন ছেলের শিক্ষা জীবন ধ্বংশ হয়ে গেছে। এ অবস্থায় হয়ারানী থেকে বাঁচতে আমরা ভিকটীমের আপন চাচাতো ভাইদেরকে নগদ টাকা উৎকোচ প্রদানের মাধ্যমে আমরা জানতে পারি যে, ভিকটীম রাসেল মৃধা রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর রায়েরবাগ এলাকার একটি অটোরিকসা গ্যারেজে কাজ করছে সন্ধান দাতাতাদের দ্বারা আমরা ভিকটীমের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে আনতে আমরা মামলার তদন্তকারী কর্মকর্তা উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই ফোরকান আহাম্মেদের সহযোগীতা চাই। তিনি আমাদেরকে কোন প্রকার সহযোগীতা করেননি। শেষে আমরা নিজেরাই সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগীতা নিয়ে সেখানকার একটি চায়ের দোকান থেকে ভিকটীম রাসেল মৃধাকে উদ্ধার করে নিয়ে এসে মঙ্গলবার ভোরে গৌরনদী মডেল থানায় সোপর্দ করি।
অভিযোগ অস্বীকার করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই ফোরকান আহাম্মেদ বলেন আমি দুইদিন ধরে জ্বরে ভূগছি। এ অবস্থায় আমি তাদেরকে ফোনে সহযোগীতা করেছি। উদ্ধারকারীরা খিলগাঁও থানার সহযোগীতা চায়। তখন আমি ওই থানার ওসি অপারেশনের সাথে কথা বলে ভিকটীমকে গৌরনদীতে আনার সহযোগীতা করেছি।
অপহরন মামলার বাদী ভিকটীম রাসেল মৃধার মা মরিয়ম বেগম বলেন, আমার ছেলেকে ওরাই নিয়ে গুম করে রেখে ওরাই আবার বের করে এনেছে।
ভিকটীম রাসেল মৃধাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, ভিকটীমকে থানা পুলিশের হেফাজাতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার বলেন ভিকটীম এক এক সময় এক এক রকম তথ্য দিচ্ছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। বুধবার সকালে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়।