তানভীর আহম্মেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: দলীয় কোন্দলের জেরধরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের তুলাতলা এলাকায় প্রতিপক্ষের হামলায় ও ছুরিকাঘাতে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর বলে সূত্রে জানা গেছে।
রোববার রাতে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারীরা অতর্কিতভাবে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন অপর গ্রুপের নেতা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
আহতরা হলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আবদুল্যাহ আল নোমান, ২নং ওয়ার্ড সভাপতি মো. ফাহাদ, ছাত্রলীগ কর্মী ইয়াছিন, মোরশেদ, রায়হান ও সাকিবসহ ৬ জন। তারা সবাই ওই গ্রামের স্থানীয় বাসিন্দা। আহতদের মধ্যে আবদুল্যাহ আল নোমান ও মো. ফাহাদসহ তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার পর পাঁচপাড়া গ্রামের তুলাতলা নামক এলাকায় একটি চা দোকানে আড্ডা দিচ্ছিল ছাত্রলীগ নেতা আবদুল্যাহ আল নোমান ও তার সহকর্মীরা। এ সময় লাঠিসোটা, ছুরি-চাপাতিসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫/২০ জনের একটি গ্রুপ তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে ছাত্রলীগ নেতা নোমানসহ অন্যান্যদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এলাকায় আধিপত্য বিস্তার ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনার সূত্রপাত বলে ধারণা করছেন এলাকাবাসি।
আহতদের অভিযোগ, কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী ওয়ার্ড ছাত্রলীগের নেতা এম সজিবের নেতৃত্বে তারেক, কাজী আল আমিনসহ ১৫/২০ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনাটি ঘটায়।
এদিকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ছেলেদের মধ্যে ঘটনাটি ঘটেছে। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। ঘটনাটি দলীয়ভাবে মিমাংসা করার চেষ্টা চলছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।