14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঘুড়ি প্রতীক পেয়ে উচ্ছ্বসিত হাজী সালাহউদ্দিন, গণসংযোগ করছেন মানুষের দ্বারে দ্বারে

Brinda Chowdhury
January 15, 2020 5:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে ৬৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে হাজী সালাহউদ্দিন আহমেদ আবারও ঘুড়ি  প্রতীক পেয়েছেন। ঘুড়ি প্রতীক পেয়ে আনন্দিত তার সমর্থকগোষ্ঠী এবং তিনি নিজে ও।

জমজমাট নির্বাচনের প্রত্যাশা করেছেন রাজনৈতিক পরিবারের এ যুবলীগ নেতা । সারাদিন লিফলেটের বিতরণ ও বাড়িতে বাড়িতে গিয়ে গনসংযোগ করছেন তিনি।

হাজী সালাহউদ্দিন  বলেন, ‘শান্তিপূর্ণভাবেই নির্বাচনী প্রচারণা চালাবো। ইতোমধ্যেই ভোটের আমেজ শুরু হয়েছে। যোগ্য প্রার্থী হিসেবেই লড়াই করে ভোটে জিততে চাই।

আগামী ৩০ জানুয়ারি ভোটাররা স্বত:স্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ঘুড়ি প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘অন্যসব প্রার্থীদের চেয়ে আমি আচরণবিধি কঠোরভাবে মেনে চলছি। ভোটে নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করতে চাই।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী সালাহউদ্দিন আরও বলেন, অত্র এলাকার মানুষের আরো সেবা করতে চাই।মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে। মানুষজন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে প্রস্তুত।

http://www.anandalokfoundation.com/