14rh-year-thenewse
ঢাকা

গৌরনদীতে শীতলা পূজার স্থান দখল ও খালের মধ্যে পাকা স্থাপনা নির্মাণ

Brinda Chowdhury
March 2, 2021 6:45 pm
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের বণিক বাড়ির সামনে শীতলা পূজার স্থান দখল করে রাতে আধারে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংখ্যালগু বণিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংখ্যালগু সম্প্রদায়ের স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, বাটাজোর বন্দরের পশ্চিম পাশে বণিক বাড়ির সামনে দীর্ঘবছর যাবত দেবী শীতলার পূজা করে আসছেন তারা।

গত শনিবার দিবাগত রাতের আধারে বাটাজোর বন্দরের চাল ব্যবসায়ি মিদুল সরদার সেখানে (পূজার স্থান) দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে। অপরদিকে বাটাজোর ইউনিয়ন পরিষদের সামনে খালের একাংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় শহিদুল ইসলাম।

তবে শহিদুল ইসলাম জানিয়েছেন খালের মধ্যে নয় বরং নিজের জমিতে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সচেতন নাগরিকরা জানান, বাটাজোর বন্দরে একাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠলেও তা বন্ধ করার জন্য এগিয়ে আসেনি কেউ। এগুলো এখনই বন্ধ না করা হলে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা তৈরি হওয়ার আশংকা রয়েছে।

http://www.anandalokfoundation.com/