14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের মতবিনিয়ম সভা

Link Copied!

আগামী ২৩ মার্চ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় মেগা আই ক্যাম্প কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটের অধ্যাপক ডাঃ গোলাম রসুল, বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা

করেন আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা
ডাঃ বখতিয়ার আল মামুন। সভায় দুই উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা,

জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন

http://www.anandalokfoundation.com/