উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান এর বিদায়ী অনুষ্ঠানে রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তন রূপ নিয়েছিলো এক আবেগঘণ পরিবেশে। বিদায়ের অশ্রæ ফোটা ড়ড়িয়ে পরছিল সবার চোখে ছিলো । শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিময়তায় গণসংবর্ধনা শেষে বদলীজনিত কারণে বিদায় জানানো হয়েছে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানকে।
এসময় মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের চোখ দিয়ে গড়িয়ে পরে বিদায়ের অশ্রæ। সবার মুখে ছিলো একটি কথাই-আবু আবদুল্লাহ খান শুধু একজন প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন গৌরনদীবাসীর আস্থার প্রতীক ও আপনজন।
উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন বিদায়ী ইউএনওর কর্মযজ্ঞ ও মানবিকতার নানা দিক।
নিজের বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি মো. আবু আবদুল্লাহ খান। আবেগী বক্তব্যে তিনি বলেন, গৌরনদী শুধু আমার কর্মক্ষেত্র ছিলোনা, ছিলো আমার ভালোবাসার স্থান। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের চিরস্মরণীয় সম্পদ হয়ে থাকবে।
একই মঞ্চে বরন করে নেওয়া হয়েছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরিকে। নবাগত ইউএনও রিফাত আরা মৌরি শুরুতেই জনসেবার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। তার কণ্ঠে ছিলো আত্মবিশ্বাস, চোখে ছিল উন্নয়নের স্বপ্ন। তিনি বলেন, এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়, এটি হলো মানুষের পাশে দাঁড়ানোর এক মহান সুযোগ। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা গড়বো একটি সুন্দর, উন্নত ও মানবিক গৌরনদী।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় ও বরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া, বিদায়ী ইউএনওর সহধর্মিনী অ্যাডভোকেট ফাতিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। একইদিন বিকেলে গৌরনদী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।