14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ২ শিশুসহ নিহত ৪, আহত প্রায় ২০

admin
September 17, 2016 10:06 pm
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেট-জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জের কায়স্থগ্রাম এলাকার মালুমের দোকানের সামনে বাস  উল্টে শেষ খবর পাওয়া পর্যন্ত একই পরিবারের ২ শিশুসহ ৪ জন যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরো প্রায় ২০ জন।
শনিবার সকালে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। অপর ১ জন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা যায়।এ ঘটনায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুভা আক্তার (১৩), ১ম শ্রেণীর শিক্ষার্থী তাম্মি আক্তার (৬) নিহত ও তাদের পরিবারের পিতা-মাতাসহ ১০ জন আহত হয়। নিহত অপর ২ জন ও অপর আহতদের পরিচয় জানা যায়নি।
http://www.anandalokfoundation.com/