14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খাদিজার ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

admin
October 8, 2016 12:56 pm
Link Copied!

সিলেট প্রতিনিধিঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে।

আজ শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সমিউল আলম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ সায়দা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেটের প্রধান অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী।

এ ছাড়া সমাজের বিভিন্ন স্তরের নাগরিক প্রতিনিধিরা মানববন্ধনে বক্তব্য দেন।

এ সময় বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খাদিজাকে কুপিয়ে আহত করা বদরুলের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেইসাথে সব নারীর নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি দাবি জানান।

http://www.anandalokfoundation.com/