পাকিস্তান প্রথম-শ্রেণির ক্রিকেটার জাফর সরফরাজের কোভিড-১৯/ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন।
৫০ বছরের এই ক্রিকেটারের শরীরে এ ভাইরাস ধরা পড়ার পর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল পেশোয়ারের একটি প্রাইভেট নাসিংহোমে। গত তিনদিন ধরে সেখানেই ছিলেন তিনি।
ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, সরফরাজই প্রথম পেশাদার ক্রিকেটার যিনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। ১৯৮৮তে তাঁর পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছিল। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম-শ্রেনীর ম্যাচে ৬১৬ রান করেছিলেন তিনি। ১৯৯৪-এ তিনি ক্রিকেট থেকে অবসর নেন তার আগে ছ’টি একদিনের ম্যাচে ৯৬ রান করেছিলেন তিনি। এর পর তিনি কোচিংয়ে রা রাখেন। ২০০০ থেকেই কোচিং করাতে শুরু করেন। পেশোয়ারের সিনিয়র ও অনূর্ধ্ব-১৯ দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
পাকিস্তানের ৫৫০০ আক্রান্তের মধ্যে ৭৪৪ জন পেশোয়ারের। এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। অনেক ক্রিকেটারই এগিয়ে এসেছে দেশের সাহায্যে।