14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে “জয়িতা” বিজয়ী অনন্যা

Biswajit Shil
December 10, 2019 7:08 pm
Link Copied!

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মঙ্গলবার সকালে (১০ ডিসেম্বর) ৫ জয়িতাকে সম্মাননা দিয়েছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উপলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও পরিষদের সহযোগিতায় উপজেলা চত্বরে আলোচনা সভা ও বিভিন্ন কাজে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত জয়িতা হলেন সামাজিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলা মহিলা ভাউচ চেয়ারম্যান মোছাঃ আমিনা বেগম অনন্য, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করছেন যে নারী কালিগঞ্জের মুন্নি খাতুন, সফল জননী নারী সাঞ্জুয়ার পাড়া নাগেশ্বরীর মমেনা বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী শান্তিপুর ভিতরবন্দের মোসলেমা বেগম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর মোহাম্মদ মাছুম, মোস্তফা জামান চেয়ারম্যান উপজেলা পরিষদ, উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম  প্রমুখ।
http://www.anandalokfoundation.com/