আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোগেয়া দিবস পালনে র্যালী আলোচনা সভা, গীত ও খেলাধুলা প্রতিযোগীতা এবং ১০জন জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম এর আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর হতে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট স্বপ্নকুড়ি হলরুমে আলোচনা সভা, গীত ও লেখা-ধুলা প্রতিযোগিতা শেষে বিজয়ী ও ১০ জন জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জিলুফা ইয়াসমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার শাজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।